তোর প্রেমেতে অন্ধ হলাম; কি দোষ দিবি তাতে! বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে। আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিলোরে বন্ধু, ছিলো পুরোটাই পাপ!