Name : Odrissho porojibi
Singer : Tahsan
Lyrics : Tahsan
গগন বিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না
প্রহসনের ধরাধামে
আমি কারো করুনার পাত্র না
নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে
মন্থর গতি আমার
আমি জানি আমি কে
অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ
বদলে যাও মানবজাতি
অথবা হয়তো তুমি বিলুপ্ত
ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ
মানব সভ্যতার ইতিহাস তাই
ইতি টানতে বাধ্য
সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমান কিসের অর্জন
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন
অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ
বদলে যাও মানবজাতি
অথবা হয়তো তুমি বিলুপ্ত।