Surprise Me!

মহামারী কিন্তু তাতে কী? চলছে স্কুল!

2020-08-07 2 Dailymotion

মহামারীর সংক্রমণ এড়াতে এখন সব সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই স্কুলে দিব্যি আসছে পড়ুয়ারা। পঞ্চকুলা সেক্টর ২০ তে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে চলছে স্কুল।স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলের পোশাকে যেতে আসতে দেখা গেলো স্কুলের ভেতর। সামাজিক দূরত্ব মেনেই নাকি চলছে ক্লাস এমনটাই জানা গিয়েছে কর্তৃপক্ষের থেকে। মহামারীর স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বেশ চলছে ক্লাস। তবে সাংবাদিকের উত্তরে এক কর্মী জানান ডকুমেন্টেশনের জন্যে ডাকা হয়েছে তাদের।