Surprise Me!

Covaxin Phase 3 Interim Trial Data: ৮১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

2021-03-04 2 Dailymotion

করোনাভাইরাসের ভ্যাকসিন কোভ্যাক্সিন (Covaxin) তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অন্তর্বর্তীকালীন ৮১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। আজ একথা জানিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech)। তারা জানিয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ২৫ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। ট্রায়াল আইসিএমআর-এর অংশীদারিতে পরিচালিত হয়েছিল। এটি ভারতে পরিচালিত সর্বকালের বৃহত্তম ট্রায়াল। ট্রায়ালে অংশ নেওয়া সবাইকে ১:১ অনুপাতে ভ্যাকসিন বা প্লাসবো দেওয়া হয়। দেখা যায় যে ভ্যাকসিন প্রার্থী ভালোভাবেই সহ্য করেছেন। ভারত বায়োটেক বলেছে, \"আরও তথ্য সংগ্রহ করতে এবং অতিরিক্ত সমীক্ষার শেষ পয়েন্টগুলিতে কোভাক্সিনের কার্যকারিতা মূল্যায়ন করার জন্য ১৩০টি নিশ্চিত মামলায় চূড়ান্ত বিশ্লেষণ চালিয়ে যাওয়ার জন্য ক্লিনিকাল ট্রায়াল হবে।\"