মহারাষ্ট্রের বিক্ষুব্ধ মন্ত্রী একনাথ শিন্ডেকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরাল শিবসেনা। তাঁর জায়গায় নতুন পরিষদীয় দলনেতা হলেন সেওরির বিধায়ক অজয় চৌধুরি। শিবসেনা নেতা একনাথ শিন্ডে ট্যুইটে বলেন, "আমি বালাসাহেবের আদর্শে চলা শিবসৈনিক। ক্ষমতার জন্য আমি কোনওদিন ধোঁকা দিইনি। ক্ষমতার জন্য কাউকে ধোঁকা দেবও না।'' মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হল কমলনাথকে।