Surprise Me!

West Midnapore: কর্মরত রেলকর্মীর তৎপরতা, প্রাণ বাঁচল বৃদ্ধের

2022-06-23 80 Dailymotion

কর্মরত রেলকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল এক বৃদ্ধের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনের। আজ সকালে হঠাৎ করে দু নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে পড়ে যান। সেই সময় ওই রেল লাইন দিয়ে একটি মালগাড়ি স্টেশনের দিকে আসছিল। সেই গাড়িটিকে সিগন্যাল দেখাতে গিয়েছিলেন এইচ সতীশ কুমার নামে এক রেলকর্মী। বৃদ্ধকে রেললাইনের ওপর পড়তে দেখেই দৌড়ে গিয়ে রেললাইনের উপর থেকে সেই বৃদ্ধকে সরিয়ে দেয় এবং তাঁর প্রাণ বাঁচান।