Surprise Me!

Maharashtra : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার, যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে

2022-06-24 57 Dailymotion

মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক। ৯ জন নির্দল বিধায়ক ও পিজেপি-র ২ জন বিধায়ক রয়েছেন। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার ৩ ও নির্দলের ৫ বিধায়ক।