Surprise Me!

WB Assembly : বিধানসভায় ভাঙচুরের মামলা এখন কী অবস্থায় ? বিধানসভার আইনজীবীকে প্রশ্ন বিচারপতির

2022-07-13 231 Dailymotion

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার তৃণমূল বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়ায় মামলার শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হল সরকারকে। গত মার্চে বিধানসভায় বাজেট অধিবেশন চলার সময় চার তৃণমূল বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় FIR। সেই FIR এবং তদন্ত প্রক্রিয়া খারিজের দাবিতে আদালতে আবেদন করেন শুভেন্দু। তাঁর আইনজীবী সওয়াল করেন, যেহেতু এটা বিধানসভার ভিতরের ঘটনা এবং অধিবেশন চলার সময় এই ঘটনা ঘটেছে তাই এটা পুলিশের বিচার্য বিষয় নয়। -