9 AM Show (2): গতবছরের খরার পর এবছর ধীরে ধীরে যোগান বাড়ছে ইলিশের
2022-07-30 26 Dailymotion
গতবছরের খরার পর এবছর ধীরে ধীরে যোগান বাড়ছে ইলিশের। বাজারের নিয়মেই দামও তাই কমছে। এক কেজির ইলিশ পাওয়া যাচ্ছে বারোশো টাকা কেজি দরে। তার থেকে ওজন বেশি হলে দামও একটু বেশি। তবে যোগান বাড়লে দাম কমবে বলে আশাবাদী বিক্রেতারা।