Surprise Me!

এসএসকেএমে আগুন, তদন্তে ফরেনসিক এবং কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট

2022-11-18 2 Dailymotion

বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেডিয়ো ডায়গনিসিস বিভাগের দোতলায় আগুন লাগে। প্রায় দু'ঘন্টার চেষ্টায় দমকলের দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সাময়িক ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।

কী ভাবে আগুন লাগল তার ফরেনসিক তদন্ত হবে বলে জানিয়েছিলেন নগরপাল বিনীত গোয়েল। শুক্রবার সকালে পাঁচ জনের একটি ফরেনসিকের দল আসে। সঙ্গে ছিল কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ।