ভোট আসে, ভোট যায়। দুয়ারে দুয়ারে যান স্থানীয় জনপ্রতিনিধিরা। সেই জনপ্রতিনিধিদের মুখে লম্বা লম্বা প্রতিশ্রুতির বহর থাকে। প্রতিশ্রুতিতে থাকে সেতু রক্ষণাবেক্ষণের কথাও। কিন্তু এখনও পর্যন্ত রক্ষণাবেক্ষণ হয়নি ক্যানিংয়ের ১ নং ব্লকের কাঠের সেতু।