আদালতের নির্দেশে মহার্ঘ্য ভাতার দাবি, উত্তরকন্যা অভিযান সংগ্রামী যৌথ মঞ্চের। ২৮টি সরকারি কর্মচারী সংগঠন যৌথ মঞ্চের সদস্যরা অভিযান চালায় উত্তরকন্যায়। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে সংগঠনের তরফে জমায়েত। চলে বিক্ষোভ।