শৌচাগারে যেতে গিয়ে অনেকেই টুক করে মোবাইল ফোন নিয়ে নেন। শৌচাগারে যখন সময় কাটাতেই হচ্ছে, তখনও মুঠো ফোনকে সঙ্গী করে অনেকে দরজা বন্ধ করেন। শৌচাগারে যাওয়ার সময় মুঠো ফোনকে সঙ্গী যাঁরা করেন, তাঁরা অজান্তেই নিজেদের ক্ষতি করছেন।