Surprise Me!

India-Canada Row: 'ভুল লোককে প্রশ্ন', খালিস্তানি জঙ্গি নিজ্জর খুনে কড়া জবাব জয়শঙ্করের

2023-09-27 1 Dailymotion

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের বিষয়ে গোয়েন্দা তথ্য ফাইভ আইসকে দেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, তিনি ফাইভ আইসের অংশ নন। ফলে এই প্রশ্নটি তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে স্পষ্ট জানান জয়শঙ্কর।