Surprise Me!

Manipur Violence:উত্তপ্ত মণিপুরে অস্ত্রধারীদের গুলিতে নিহত কমান্ডো

2024-01-17 0 Dailymotion

বুধবার ভোর থেকে ফের উত্তেজনা ছড়াতে শুরু করে মণিপুরে। বুধ ভোরে মোরেতে নিরাপত্ত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। যার জেরে এক পদস্থ আধিকারিকের যেমন মৃত্যু হয়, তেমনি বেশ কয়েকজনের আহত হওয়ারও খবর মেলে।