দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় জলযন্ত্রণা ঘিরে তীব্র বিক্ষোভ। বেহাল নিকাশির জেরে হাঁটুজল জমা রাস্তায় নেমেছে স্থানীয়রা। কোদাল, বাঁশ, ছাঁকনি জাল হাতে রাস্তা কেটে অবরোধ। পুলিশের সঙ্গে তীব্র বচসা স্থানীয়দের।