Surprise Me!

স্কোয়াড্রন লিডার হালিমের ছোট ভাই হলেন *আশফাকুর রহমান*। নিউ মার্কেটে তার একটি দোকান আছে যার নাম *রহমান এন্টারপ্রাইজ*। গত রাতে সেনাবাহিনী ওই বাজারের ৩৫০টি দোকানের মধ্যে ৩টি দোকান থেকে অনেক অবৈধ সামুরাই ছুরি উদ্ধার করেছে। এই *রহমান এন্টারপ্রাইজ* তাদের মধ্যে

2025-08-12 2 Dailymotion

স্কোয়াড্রন লিডার হালিমের ছোট ভাই হলেন *আশফাকুর রহমান*।
নিউ মার্কেটে তার একটি দোকান আছে যার নাম *রহমান এন্টারপ্রাইজ*।
গত রাতে সেনাবাহিনী ওই বাজারের ৩৫০টি দোকানের মধ্যে ৩টি দোকান থেকে অনেক অবৈধ সামুরাই ছুরি উদ্ধার করেছে। এই *রহমান এন্টারপ্রাইজ* তাদের মধ্যে একটি।
*আশফাকুর রহমান* গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে, কিন্তু তার কর্মচারী মোঃ শোপনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে।
অস্থিরতা তৈরির জন্য উপরোক্ত তিনজন দোকান মালিক ঢাকা শহরের বিভিন্ন দুর্বৃত্তদের কাছে অবৈধ সামুরাই ছুরি সরবরাহ করে আসছিল। এখানে ষড়যন্ত্রের আভাস রয়েছে।
জানা গেছে যে *স্কোয়াড্রন লিডার হালিম* তার ভাইয়ের নাম এই মামলা থেকে মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন কারণ তার ভাইকে গ্রেপ্তার করা হলে তার নাম উঠে আসবে। তিনি ইতিমধ্যেই *প্রধান উপদেষ্টার এডিসি* হিসেবে তার পদ ব্যবহার করে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তার ভাই *আশফাকুর রহমান* কে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, যাতে তাদের সমস্ত অপরাধমূলক নেটওয়ার্ক অপসারণ করা যায়।