Democracy is Shirk! (গণতন্ত্র একটি শিরক)---যেসকল ভাই ভিডিওটি তৈরী করেছেন, আল্লাহ তাদেরকে অশেষ জাযা দান করুন। আমীন।
সকল প্রশংসা আল্লাহর। বিশ্ব-ভূমণ্ডলের একমাত্র স্রষ্টার। আল্লাহ (সুবঃ) আমাদের সকলকে ভাল-খারাপ, হালাল-হারাম, বুঝার তৌফিক দান করুন।
Must Visit Our Authentic Islamic Site: https://dawahilallah.wordpress.com-- সাইটটিতে প্রতিদিন অবশ্যই যাবেন ইনশা'আল্লাহ।
Must Visit: http://islameralo.wordpress.com/---( For All Updates)
Must Read My Muslims brother & Sisters: সময় আসেছে শিবিরের ভাইদের সঠিক পথ বেছে নেওয়ার। তওবা করে আল্লাহ ও রাসুল (সঃ) এর পথে আসুন। সময়ই আপনাদের ডাকছে সঠিক পথে: http://islameralo.wordpress.com/2013/02/20/advice-to-bangladesh-islami-chatra-shibir/
Must Listen & Distribute: আলেম সমাজ ও তৌহিদী জনতার কাছে আহবান (অডিও লিঙ্ক)-- http://archive.org/download/O_muslim_ummah/Alem_Somaj_O_Towhidi_Jonotar_Proti_Ahoban.mp3
---------------------------------------------------------------------
প্রত্যেক মুসলমান ভাই ও বোনেরা আপনারা জেগে উঠুন। আপনারা সকলে যে উঠুন। ইসলাম, আপনার ধর্মকে জঘন্য ভাবে অপমান করা হচ্ছে। আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল মুহাম্মাদ (সাঃ) কে অপমান করা হচ্ছে। আপনারা সকল জেগে উঠুন! শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন। শাহবাগের নাস্তিকেরা আমার এবং আপনার ধর্ম নিয়ে ছিনি-মিনি খেলছে। তারা এই দেশে ইসলামকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছে। আপনাদের সকলের কাছে আমার একটিই মাত্র অনুরোধ। আপনারা সকলে বাস্তব চিন্তা করুন, ইসলামকে সঠিক ভাবে জানুন। কোন দলে বিভক্ত হবেন না। সবাই এক হন! সবাই এক হন। কোরআন একমাত্র জীবন বিধানটি পড়ুন এবং তা অনুযায় আমল করুন। মুরতাদ ও নাস্তিকদের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকুন। ইসলামকে মানুন। ঈমান আরও দৃঢ় ও মজবুত করুন।
আপনারা সকলে ইনশা'আল্লাহ "এই ভিডিওটি" সকলের কাছে পৌঁছিয়ে দিন। যে ভাবেই হোক, আলেমদের নিকট এটি পেশ করুন, তাদেরকে এই ভিডিওটি দেখান। তাদেরকে জাগ্রত করে তুলুন। আপনারা নিজেদের এবং অন্যদের ঈমানি জযবা মজবুত করুন। আপনাদের যার যেমন সামর্থ্য রয়েছে, ইনশা'আল্লাহ ভিডিওটি সকলের কাছে পৌঁছিয়ে দিন। আপনারা ভিডিওটি অবশ্যই পৌঁছিয়ে দিন। ওয়াস'সালাম।
নিশ্চয়-কাফের, মুরতাদ, মুশরিকদের চক্রান্ত খুবই দুর্বল।
আল্লাহ সর্ব শক্তিমান। আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
Ya Allah! Guide us. Ya Allah !Guide all of us. Ya Allah Guide the whole Muslim Ummah.